![]() |
| আজ ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকি,তাই গভীর শ্রদ্ধান্জলী জানাই, |
কেঁদেছিল আকাশ বাতাস, বৃষ্টিতে নয় ঝড়েও নয় এই অনুভূতি ছিল স্বাধীনতার স্থপতি হারানোর শোকের। প্রকৃতি কেঁদেছিল কারণ মানুষ কাঁদতে পারেনি, ঘাতকের রক্তচক্ষু তাদের কাঁদতে দেয়নি। তবে ভয়ার্ত বাংলার প্রতিটি ঘর থেকে এসেছিল চাপা দীর্ঘনিঃশ্বাস। কী নিষ্ঠুর, কী ভয়াল, কী ভয়ঙ্কর সে রাত। রক্তঝরা অশ্রুভেজা ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস জাতির শোকের দিন। বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। অ্যারুটার্স আইটি ফার্মের পক্ষ থেকে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

No comments:
Post a Comment